১। Alphabet (অ্যালফাভেট)
ইংরেজি ভাষায় ABCDE…. থেকে XYZ পর্যন্ত এই অক্ষর/লেটার গুলোকে Alphabet বলে।
২। Word (শব্দ)
এক বা একাধিক লেটার বা Alphabet যদি পাশাপাশি বসে কোন অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে। আবার, পাশাপাশি বসেও যদি অর্থ প্রকাশ না করে তাহলে Word বা শব্দ বলা যাবেনা।
যেমনঃ
Word: Pen, Go, Take –অর্থ প্রকাশ করছে।Not Word: Enp, Og, Aekt –অর্থ প্রকাশ করছে না।
৩। Sentence (বাক্য)
এক বা একাধিক অর্থপূর্ণ Word বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে তাকে Sentence বা বাক্য বলে।
যেমনঃ
Sentence: He takes tea in the morning-(অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে।)
Not Sentence: Tea he in morning the takes.
(সকল অর্থপূর্ণ শব্দই পাশাপাশি বসেছে কিন্তু ইংরেজির গঠনরীতি অনুযায়ী শব্দ গুলো বিন্যস্ত না হওয়া এরা কোন অর্থ বা মনের ভাব প্রকাশ করতে পারছেনা, তাই এটিকে Sentence বা বাক্য বলা যাবে না।)
৪। Subject (কর্তা)
একটি Sentence-এ যিনি কাজ করেন বা বাক্যে যার সম্পর্কে বলা হয় তিনিই Subject বা কর্তা। Subject ব্যক্তিবাচক বা বস্তুবাচক যেকোনটি হতে পারে।
যেমনঃ
He drinks coffee-এখানে “He”-ই হলো Subject. এই বাক্যে “He”-ই কাজ করছে বা “He” সম্পর্কে বলা হচ্ছে।
৫। Predicate (বিধেয়)
একটি বাক্যে Subject সম্পর্কে যা বলা হয় তাই Predicate.
যেমনঃ
He is an honest man in our village. এই বাক্যে “He-হলো Subject এবং “is an honest man in our village”-হলো Predicate যা Subject সম্পর্কে তথ্য দিচ্ছে।
৬। Verb (ক্রিয়া)
Subject যে কাজ করে তাকে Verb বলে। Subject এর পর পর-ই Verb এর অবস্থান।
যেমনঃ
They Play football- এখানে “Play- হলো Verb
৭। Object (কর্ম)
Subject বা কর্তা যাই করে তাই Object বা কর্ম। অন্যকথায়, Subject এর Verb কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Object.
যেমনঃ
Father gives me money– বাবা আমাকে টাকা দেয়।
1. কি দিয়ে প্রশ্নঃ বাবা কি দেয়?= উত্তরঃ Money-টাকা= Object
2. কাকে দেয়?= উত্তর Me-আমাকে= Object
এখানে, Money হলো বস্তুবাচক বা Direct Object এবং Me হলো ব্যাক্তিবাচক বা Indirect Object